Namaz Shikkha

সুরা ইখলাসঃ
বিস্মিল্লাহির রাহ্মানির রাহীম কু’ল হু ওয়া ল্লা-হু আহাদ ৷ আল্লা-হু স্সামাদ ৷ * লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ৷ *ওয়া লাম ইয়াকু ল-লাহু কুফুওয়ান আহাদ!
সুরা ফালাকঃ
বিস্মিল্লাহির রাহ্মানির রাহীম ক্বুল আউযু বিরাব্বিল ফালাক। মিন শাররি মাখালাক্ব। ওয়া মিন শাররি গাসিক্বিন ইযা অক্বাব। ওয়া মিন শাররিন নাফ্ফাসাতি ফিল্ উকাদ। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ।
সুরা নাসঃ
বিস্মিল্লাহির রাহ্মানির রাহীম ক্বুল আউযু বিরাব্বিন নাস। মালিকিন্নাস। ইলাহিন্নাস। মিন শাররীল ওয়াস ওয়াসিল খান্নাস। আল্লাযি ইউওয়াস ইসু ফী সুদুরিন্নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস।
আয়াতুল কুরসিঃ
আল্লাহু লা ইলা-হা ইল্লা-হু ওয়াল হাইয়্যুল ক্কাইয়্যূমু।লা-তা’খুজুহূ ছিনাতুওঁ ওয়ালা-নাউম। লাহূ মা-ফিছ ছামা-ওয়াতি ওয়ামা-ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা’উ ইনদাহূইল্ল-বি ইযনিহী, ইয়া’লামু মা-বাইনা আইদীহিম ওয়ামা-খালফাহুম, ওয়ালা-ইউহীতূনা বিশাইইম্ মিন ‘ইলমিহী ইল্লা-বিমা- শাআ,ওয়াছি’আ কুরছিইয়ুহুস ছামা-ওয়াতি ওয়াল আরদা ওয়ালা ইয়াঊদুহু হিফজু হুমা-ওয়া হুওয়াল ‘আলিইয়ূল ‘আজীম।
Common Sura For Namaz
Common Sura For Namaz

No comments:

Post a Comment

রমজান মাসের শুরুতে যা হয়।

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন রমাযান (রমজান) মাসের প্রথম রাত হয়, শয়তান ও...