Importance of Sunnat

আউযুবিল্লাহি মিনাশ শ্বাইত্বানির রাযিম বিসমিল্লাহির রহমানির রহীম
বিসমিল্লাহ–এর ফযিলত

হযরত মুহাম্মাদ (সাঃ) বলেন, বিসমিল্লাহ ছাড়া কাজ করলে উহা বরকত শূন্য থাকে। যে সব কাজে মাসনুন দু’আ আছে, সেগুলো জানা না থাকলে, সব কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহীম পড়তে হবে। ঘর হতে বের হবার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কাওয়াতা ইল্লাবিল্লাহে পড়বে…ইহা আপনার জন্য যথেষ্ট হলো, আপন বিপদ হতে বেঁচে গিয়াছো…।
ওজুর–এর ফযিলত

বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পড়ে ওজু করলে যতক্ষণ যতক্ষণ ঐ ওজু থাকবে ততক্ষণ ফিরিশতরা অনবরত সওয়াব লিখতে থাকবে। আল্লাহ মুসা (আঃ) কে বলেন, যে বাক্তি ওজু করে নেয়, তাকে আমি নিরাপত্তার আশ্রয় দান করি। ওজুকারী বাক্তি রোজাদারের মত। মিসওয়াক–এর ফযিলত

মিসওয়াকের বরকতে মৃত্যুর সময় কালেমায়ে শাহাদাত স্মরণ হয়। মিসওয়াক করে ২ রাকাত নামাজ পড়া, মিসওয়াক ছাড়া ৭০ রাকাত হতে উত্তম। ওজুর শুরুতে মিস ওয়াক করা, মিস ওয়াক না থাকলে আঙুল দ্বারা হলেও, দাঁত মাজা সুন্নাত।
কালিমা (লা-ইলাহা-ইল্লাল্লহু মুহাম্মাদুর রসুলুল্লাহ)–এর ফযিলত
যে বাক্তি খাঠি দিলে একবার লা-ইলাহা-ইল্লাল্লহ স্বীকার করবে তিনি বেহেশতে প্রবেশ করিবে।

No comments:

Post a Comment

রমজান মাসের শুরুতে যা হয়।

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন রমাযান (রমজান) মাসের প্রথম রাত হয়, শয়তান ও...